নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি¯স্নানে শুচি হোক ধরা” এসো হে বৈশাখ, এসো এসো.. স্লোগানে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ এর সভাপতিত্বে গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী ও পালকি নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলাকৃষি অফিসার শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেনে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ আবদুল্লাহ আনছারী,,সদস্য মিজানুর চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক অংশ গ্রহন করেন।
উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন পন্যের প্রদর্শনী স্টল যেমন পিঠা ও পান্তা আলুভর্তা ইলিশ, নকশিকাঁথা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও শিশুদের খেলনা দোকান স্থান পায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি’র উপস্থাপনায় পরিষদ চত্ত্বর মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে দেশীয় নৃত্য,আদিবাসী নৃত্য পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।