নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ১৯ কোটি ৭৮ লক্ষ ১৩ হাজার ৫৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০০৪ কোটি ৯৯ লক্ষ ৪৩ হাজার ৩১৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৫২.৩৪ পয়েন্ট কমে ৬৯৯১.৩৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪.৭৬ পয়েন্ট কমে ২৫৭৩.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.০৭ পয়েন্ট কমে ১৫০৮.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, বিএসসি, ফরচুন সুজ, ইয়াকিন পলিমার, সোনালী পেপার, রহিমা ফুড, বিএটিবিসি, জেএমআই সিরিঞ্জ ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জি কিউ বলপেন, স্টাইল ক্র্যাফট, অ্যাপেক্স ফুডস, জেএমআই সিরিঞ্জ, অ্যাম্বী ফার্মা, ইস্টার্ন কেবলস, ওয়াটা কেমিক্যাল, আরামিট সিমেন্ট, বেঙ্গল উইন্ডসোর ও স্ট্যান্ডার্ড সিরামিক।
১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, সিঙ্গার বিডি, সেনা কল্যান ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ফরচুন সুজ, ইউনিক হোটেল, মীর আকতার হোসেন, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও পেনিনসুলা ইন্ডাস্ট্রিজ।