রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সূচক কমলেও বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৪ সময় দেখুন
সূচক কমলেও বেড়েছে লেনদেন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৪টি কোম্পানির ১২ কোটি ৪ লক্ষ ৭৯ হাজার ৩৫২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৫৩ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার ২৬৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.৩০ পয়েন্ট কমে ৬২৬০.১০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪২ পয়েন্ট কমে ২১৮৫.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭৬ পয়েন্ট কমে ১৩৬৬.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, সী পার্ল বীচ, বিএসসি, সিভিওপিআরএল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, আমরা নেটওয়ার্ক ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেঃ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও দেশ জেঃ ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, মিডল্যান্ড ব্যাংক, জুট স্পিনার্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, খান ব্রাদার্স পিপি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, জিবিবি পাওয়ার ও অ্যাপেক্স ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫০৮৬৭৫৩৩৬৪৭.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর