ছাত্র-ছাত্রীদের জন্য নির্যাতনমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর স্টুডেন্টস ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’। এরইমধ্যে তিন সদস্যের একটি কমিটিও ঘোষণা করেছে। তিন সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান, সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের সোহানুল ইসলাম মনোনীত হয়েছেন।
সোমবার (০৯ ডিসেম্বর) সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজের সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।
নব্য সভাপতি নাইমুর রহমান বলেন, ‘সোচ্চার একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন যারা ক্যাম্পাস নিয়ে কাজ করে। ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীরা নির্যাতিত হয়েছে। বিগত স্বৈরাচার শাসনে ক্যাম্পাসের হলগুলো টর্চার সেলে পরিনত হয়েছে। সে নির্যাতনের গল্পগুলো সোচ্চার ডকুমেন্ট করবে এবং সুষ্ঠু বিচারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যায়গায় প্রচেষ্টা চালাবে। ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেদিকে সোচ্চার নজর রাখবে। প্রতিটি ঘটনা সোচ্চার ডকুমেন্ট করবে, এনালাইজ করবে, অভিযোগ গুলো নিয়ে অন্যান্য মানবাধিকার সংগঠন এর সাথে কোলাবোরেশান করবে এবং লিগ্যাল গ্রাউন্ড ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিচারের গ্রাউন্ড নিশ্চিত করার জন্য এডভোক্যাসি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করবে যেনো প্রশাসন একটি আলাদা সেল গঠন করে আলাদাভাবে যেখানে শুধু টর্চারের শিকার হবে তাদের নিয়ে কাজ করবে। সকলের প্রতি অনুরোধ থাকবে সোচ্চারকে সকলের জায়গা থেকে সহযোগিতা করার।’
উল্লেখ্য, ক্যাম্পাস-কেন্দ্রিক মানবাধিকার অ্যাক্টিভিজম, ক্যাম্পাস নির্যাতন ডকুমেন্টেশান, নিরাপদ ক্যাম্পাস গড়তে অ্যাডভোকেসি করা ও তরুণ মানবাধিকার অ্যাক্টিভিস্ট তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক’ নামে স্টুডেন্ট ক্লাব গঠন করছে। ইতোপূর্বে বরিশাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাবটি গঠন করা হয়েছে।