কলকাতা: স্মার্টফোন ছাড়া বর্তমান জীবন প্রায় অচল। বেশির ভাগে কাজ স্মার্টফোনের মাধ্যমে করা হয়ে থাকে। এ জন্য সব সময় স্মার্টফোনের ব্যাটারি চার্জ থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সারা দিন কাজ করার জন্য অনেকেই প্রায় সারা রাত ধরে ফোনে চার্জ দেন। এই সারারাত চার্জ দেওয়ার বিষয়ে অনেক মতানৈক্য রয়েছে। বেশির ভাগ মানুষই জানেন না সারারাত মোবাইল চার্জ দিয়ে রাখা ঠিক না ভুল!
এই বিষয়ে মোবাইল নির্মাণকারী সংস্থাগুলির তরফে জানান হয়েছে, ফোনের ব্যাটারির আয়ু শুধুমাত্র চার্জের উপর ভিত্তি করে না। তাপমাত্রার ওঠানামা এবং গ্রাহকদের চার্জ করার অভ্যাস-সহ আরও নানা কারণের উপর তা নির্ভরশীল।
আরও পড়ুন- ঠান্ডা হলেই ফ্রিজ বন্ধ? আপনার ভুলের জন্যই ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে না তো?
ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি যত বেশি পুরনো হয়, তত তার চার্জ ধরে রাখার ক্ষমতা কমে। এটি রাসায়নিক কারণেই ঘটে। যে কারণে পুরনো ফোন বেশিক্ষণ চার্জ থাকে না। কিন্তু অতিরিক্ত চার্জ দিলেই যে ফোন ভাল থাকবে এমনটা মোটেও নয়। বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই ষোলো আনার উপর আঠারো আনা।
অ্যাপলের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে, আইফোনে ‘যখন দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ চার্জে থাকে, তখন ব্যাটারির স্বাস্থ্য প্রভাবিত হতে পারে।’
স্যামসাং-সহ অন্য অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারাও একই কথা জানিয়েছে। ফোনকে দীর্ঘ সময় ধরে বা সারা রাত চার্জারের সঙ্গে সংযুক্ত রাখা উচিত নয়। Huawei কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ‘ফোনের ব্যাটারির স্তরকে যতটা সম্ভব মাঝামাঝি (৩০% থেকে ৭০%) কাছাকাছি রাখা কার্যকর ভাবে ব্যাটারির আয়ুকে দীর্ঘায়িত করতে পারে।’
ফোনের ব্যাটারির চার্জ পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, সে কথা সত্যি। কিন্তু কিছু ক্ষেত্রে, একবার এটি ৯৯ শতাংশে উঠে গেলে, ১০০-তে ফিরে যেতে আরও শক্তির প্রয়োজন হয়৷ তাই এই ধ্রুবক চক্রটি ব্যাটারির আয়ুষ্কাল শেষ করে দেয়৷
বেশির ভাগ ফোনেই চার্জিং রেগুলেশন অপশন থাকে এই কারণে। এই কারণে নিজেদের ফোনের অন্তর্নির্মিত বৈশিষ্ট্যগুলি ব্যবহার করা উচিত।
আইওএস ১৩ এবং তার পরবর্তী সংস্করণের আইফোনগুলিতে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং ফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পরিমাণ কমিয়ে দেয়। একবার সক্ষম হয়ে গেলে, আইফোন চার্জ করার অভ্যাস বিশ্লেষণ করে এবং ৮০ শতাংশ চার্জ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে।
ফোন প্লাগ ইন থাকা অবস্থায় ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ পপ-আপে ট্যাপ করে ধরে রেখে এটিকে ওভাররাইড করা যেতে পারে৷ এটি ডিফল্টরূপে চালু থাকে, কিন্তু সেটিংস > ব্যাটারি > ব্যাটারি হেল্থ > অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং-এ গিয়ে এটি চালু আছে কিনা তা দু’বার চেক করা যেতে পারে।
যে ধরনের ফোনই থাকুক না কেন, এর ব্যাটারি-লাইফ বৈশিষ্ট্যগুলির থেকে সর্বাধিক থাকে৷ সেটিংসে ব্যাটারি বিভাগে নেভিগেট করতে হবে এবং দেখতে হবে কী কী বিকল্প পাওয়া যায়।
আরও পড়ুন- ৪০ শতাংশ পর্যন্ত ছাড়; ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অ্যামাজন-এর দুর্দান্ত সেল
দৈনিক ব্যবহার যত কম হবে, ব্যাটারি তত বেশি দীর্ঘমেয়াদে চলবে। এছাড়াও সাহায্য করার জন্য প্রযুক্তিও আছে। এর জন্য সুবিধাজনক স্বয়ংক্রিয় শাট-অফ টাইমার রয়েছে। যা ফোনকে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য চার্জ করতে দেয়৷
এগুলি ট্যাবলেট এবং ল্যাপটপের জন্যও দুর্দান্ত। এই ক্যাপটিতে আঘাত করলেই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য AccuBattery-এর মতো অ্যাপগুলিও ব্যাটারির স্বাস্থ্যের উপর নজর রাখতে সাহায্য করতে পারে। এটি দেখায়, রিয়েল টাইমে, কখন চার্জ করতে হবে এবং কখন ব্যাটারির আয়ু বাড়াতে আনপ্লাগ করতে হবে৷
এক নজরে দেখে নিন ব্যাটারি সুস্থ রাখার আরও উপায় –
– চার্জ করার আগে ব্যাটারি ০ শতাংশে নামিয়ে আনার দরকার নেই৷ এর মানে যদি ০ থেকে ১০০% পর্যন্ত যাওয়া হয়, তবে পুরো চার্জিং চক্রটি শেষ হচ্ছে।
– নিজেদের ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। তাপ দীর্ঘ সময় ধরে ফোনের ব্যাটারির আয়ুকে প্রভাবিত করে, তাই এটিকে নিজেদের বালিশের নীচে রেখে দেওয়া সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি। ঠাণ্ডা হলে ফোন রোদে বা বাইরে রাখার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
– যদি রাতে জেগে ফোন দেখা হয়, তা হলে ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে সেটি আনপ্লাগ করতে হবে। এটি একটি বিশাল পার্থক্য তৈরি করবে না, তবে এটি অবশ্যই ক্ষতি করবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile Charging, Smartphone