মেঘালয়ে হনিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনমকেই গ্রেফতার করেছে পুলিশ৷ গতকাল রাতে উত্তর প্রদেশের গাজিপুর থেকে সোনমকে গ্রেফতার করা হয়৷ যদিও সোনম আত্মসমর্পণ করেছেন, নাকি তাঁকে পুলিশ গ্রেফতার করেছে তা এখনও স্পষ্ট নয়৷ ভাড়াটে খুনি দিয়ে নিজের প্রেমিকের সাহায্যে সোনম তাঁর স্বামীকে খুন করিয়েছেন বলে অভিযোগ৷ জানা গিয়েছে, উত্তর প্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে সোনমকে গ্রেফতার করে পুলিশ৷ ওই ধাবার মালিক সাহিল যাদব নিজেই এই তথ্য দিয়েছেন৷ তাঁর দাবি, সোনম গত রাতে তাঁর ধাবায় এসে বাড়িতে যোগাযোগ করার জন্য তাঁর মোবাইল ফোনটি চেয়েছিল৷ সোনমকে কাঁদতে দেখে তিনিই পুলিশে খবর দিয়েছিলেন বলেও দাবি ওই ধাবা মালিকের৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Source link