বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, হাসপাতাল নিছক কোনো পেশাগত প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান নয়; বরং হাসপাতালের প্রধান পরিচয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। অতএব, হাসপাতাল সেক্টরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্স, সেবকসহ সকলেই একটি বিশাল মানবিক কাজে নিয়োজিত। এটি অন্যান্য পেশার মতো নিছক কোনো উপার্জনের মাধ্যম শুধু নয়; বরং এই সেক্টরে কর্মরতরা মানবতার সেবক। মানুষের কষ্টের মুহূর্তে, দুঃখের মুহূর্তে সহযোগিতা ও ভরসার প্রতীক হয়ে উঠেন হাসপাতাল সেক্টরে কর্মরতরা।
হাদিস শরিফে বলা হয়েছে, যে কোনো মানুষের দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন। হাসপাতাল সেক্টরের কর্মরতরা মানুষের কষ্ট লাঘব করেন। কষ্টের মুহূর্তে সেবাদান করেন। তাই এই পেশায় নিয়োজিতরা যেন তাদের কাজকে সেভাবেই দেখেন। তারা যেন মানুষের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতার মাধ্যমে মানুষকে সেবা দেন। এই কাজকে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবতার সেবা ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আর এরূপ মানসিকতা কেবল তখনই সৃষ্টি হওয়া সম্ভব, যদি হৃদয়ে তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য থাকে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাসপাতাল-শ্রমিকদের মাঝে সেই নৈতিকতাবোধ জাগ্রত করতে চায়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর হাসপাতাল সেক্টরের বার্ষিক পরিকল্পনা-২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। হাসপাতাল সেক্টরের সভাপতি মোঃ বাবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, ন্যাশনাল হাসপাতালের এজিএম ফারুক ফয়সাল ও এপিক হাসপাতালের প্রতিনিধি হাফেজ মহিউদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাফেজ মোঃ রাশেদ, আশিকুর রহমান ইব্রাহিম, আবু তাহের মাসুদ আব্দুল আউয়াল সুজন , মোঃ নুরুল হুদা, কাজী নজরুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, মোঃ কাউসার, আব্দুল্লাহ আল মামুন আরিফ , মোঃ দিদারুল ইসলাম, তৌহিদ হাসান প্রমুখ।