03
পুরো নাম সিলমবরসন তেসিঙ্গু রাজেন্দর। এই পুরো নামের ইংরেজি আদ্যক্ষর STR রূপেও তাঁর পরিচিতি সুবিদিত। সিম্বুর জন্ম চলচ্চিত্রের সঙ্গে যুক্ত পরিবারেই। বাবা বিজয় তেসিঙ্গু রাজেন্দর, সংক্ষেপে যিনি TR রূপে সুপরিচিত, তামিল ছবির জগতে এক কিংবদন্তি বললে অত্যুক্তি হয় না। অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সুরকার, সিনেম্যাটোগ্রাফার, চলচ্চিত্র পরিবেশক হিসেবে ছবির জগতে যেমন তাঁর কৃতিত্ব অনস্বীকার্য, তেমনই তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রাক্তন সদস্য হিসেবে রাজনীতির জগতেও তাঁর অবদান রয়েছে।