Mi.com থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, RedmiBook 15 Pro ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে মিলছে মাত্র ৩৫,৯৯৯ টাকায়। যে সমস্ত গ্রাহকরা BOB, citi, kotak, ICICI ব্যাঙ্ক মারফত পেমেন্ট করবেন তাঁদের সঙ্গে সঙ্গে ৪,০০০ টাকার ছাড়ও দেওয়া হবে। এবারে জেনে নেওয়া যাক RedmiBook 15 Pro-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।