সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ২৬০

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ২০, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ


218430837 964878257679559 4706027651457580941 n 6 33 18

ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ২ জনই পুরুষ এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫০ জনে

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ১ শতাংশ।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪৫ জন ও নারী ১০ হাজার ১০৫ জন।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৩৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২ জনই ষাটোর্ধ্ব। তাদের একজন ঢাকা বিভাগের এবং একজন রংপুর বিভাগের।

Print Friendly, PDF & Email



Source link

সর্বশেষ - খেলাধুলা