বুধবার , ৮ মার্চ ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

‘দাবি মেনে নিন, অন্যথায় পালানোর পথ পাবেন না’

প্রতিবেদক
bdnewstimes
মার্চ ৮, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে, আমাদের ১০ দফা মেনে নিন, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।

বুধবার (৮মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যখন বলি, পালানোর পথ খুঁজে পাবেন না। তারা (আওয়ামী লীগ) তখন বলে- কোথায় পালাব? অতীতে পালিয়েছেন তো। সবাই পালিয়েছেন। কেউ পাকিস্তানে, কেউ হিন্দুস্তানে। পালাননি? এবার কিন্তু সেই পথ খুঁজে পাবেন না। এখনও সময় আছে। সংসদে বিল নিয়ে আসুন৷ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন।’

তিনি বলেন, ‘আমাদের সামনে কোনো বিকল্প নাই। এদের (ক্ষমতাসীন দল) ধাক্কা মারতে হবে। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই। এই ‘দানব’ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের একটাই উদ্দেশ্য ও লক্ষ্য বিএনপিকে ধ্বংস করা। এটা অনেক আগেই শুরু হয়েছে। তারা বলেছিল, ১১/১ তাদের আন্দোলনের ফসল। সেটার প্রতিদান দিতে গিয়ে ১/১১-এর সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বাসিয়েছে, আওয়ামী লীগকে পুরোপুরিভাবে ক্ষমতায় বসিয়েছে। আজ ১৩/১৪ বছর ক্ষমতায় থেকে তারা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল। বিএনপি তাদের দাবি মেনে নিয়েছিল। পরপর চারটা নির্বাচন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। দেশের মানুষও তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিল। এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। শুধু মাত্র নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এই স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়েছে।’

পঞ্চগড়ের ঘটনা আওয়ামী লীগের সৃষ্টি— এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে হামলার ঘটনায় আমাদের জড়ানোর জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে, বিএনপিও জড়িত আছে। আমাদের প্রায় দেড় শ’ মানুষকে সেখানে গ্রেফতার করেছে। এখন পঞ্চগড় থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে।’

উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য একটাই, বিএনপিকে আবার সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ী করে ‍উদোর-পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে চায়। কিন্তু এখন আর জনগণ তাদের সেই কথা শুনবে না, তাদের সেই মিথ্যা মন্তব্য শুনবে না। তারা খুব ভালো করে জানে যে, আওয়ামী লীগ চক্রান্তমূলকভাবে নিজেরাই এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের লোকেরাই ঘটিয়েছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘রেল মন্ত্রী সেখানে গিয়েছিলেন। রেল মন্ত্রী যখন সেখানে গেছেন তখন আহমদীয়া সম্প্রদায়ের লোকেদের জিজ্ঞাসা করেছেন এর জন্য দায়ী কে, কারা করেছে? তখন তারা বলেছেন, আপনার (মন্ত্রী) পাশে যারা যারা আছে তারাই এজন্য দায়ী, আওয়ামী লীগের লোকেরা করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘কীভাবে দেশ চালায়? পর পর তিন দিন বিস্ফোরণ হলো। সায়েন্স ল্যাবরেটরির কাছে হলো, চট্টগ্রামে হলো, ঢাকায় গতকালের বিস্ফোরণে ১৯ জন প্রাণ দিয়েছেন। কারো কোনো দায় নেই। সরকার চালাচ্ছো তোমরা? তোমাদের সব প্রতিষ্ঠান আছে- যাদের দায়িত্ব হচ্ছে এগুলো দেখা যে, কোথায় ঠিক মতো আছে কিনা, সেগুলোর দিকে তোমাদের কোনো নজর নেই। নজর একটাই চুরি করা, দুর্নীতি করা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমানের সময় থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। ১/১১ থেকে শুরু হয়নি। তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল বিএনপির রাজনীতি ধ্বংস করার জন্য। এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এটা ভুলে গেলে চলবে না। এই ষড়যন্ত্র সমূলে উৎখাত করতে হবে। তাহলেই কেবল আজকের আলোচনা সার্থক হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগের আর সময় নাই। নিরপেক্ষ সরকার দিতে হবে। সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চলানায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

সর্বশেষ - খেলাধুলা