বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

রবির লেনদেন চালু রোববার – Corporate Sangbad

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ৩০, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ


শেয়ার বাজার

robi 2

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামী (২ জানুয়ারি) রোববার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটির স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০, এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, রবি আজিয়াটা লিমিটেডের এনটিটি সার্ভিল্যান্স রেটিং ‘ডাবল এ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, আলোচ্য সময় পর্যন্ত ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দায়সহ হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

দেশের পুঁজিবাজারে গত বছরের ২৪ ডিসেম্বর রবির শেয়ার লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ১ দশমিক ৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ২ শতাংশ বিদেশী ও বাকি ৮ দশমিক ২৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে রবির শেয়ারের মূল্য আয় অনুপাত ১০৪ দশমিক ৫৫, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৮০ দশমিক ৮৬।

ডিএসইতে আজ রবির শেয়ারের ওপেনিং প্রাইজ ছিল ৩৪ টাকা ৬০ পয়সা।






Source link

সর্বশেষ - খেলাধুলা