বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

সোস্যাল ইসলামী ব্যাংকের ৩য় প্রান্তিকে ইপিএস ও এনএভি বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৮, ২০২১ ৭:২১ অপরাহ্ণ


শেয়ার বাজার


sibl

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও এনএভি বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৮ টাকা। এ হিসাবে মুনাফা ০.০১ টাকা বেড়েছে।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৩ টাকা। এ হিসাবে মুনাফা ০.০৮ টাকা বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ১৮ টাকা ৩১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়েছে ০.৩৯ টাকা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৪.৭৪ টাকা।

২০১৯ ও ২০২০ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮২৪ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৮৪৪টি। এর মধ্যে ৩০ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ৬৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২৮ অক্টোবর কোম্পানিটির শেয়ারের সর্ব শেষ বাজার দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

সর্বশেষ - খেলাধুলা