সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

6 university of west bengal got permanent vice chancellor

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০ সময় দেখুন



Last Updated:

অবশেষে স্থায়ী উপচার্য পেল রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে প্রেসিডেন্সি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত স্থায়ী উপচার্য পেল এই ৬ বিশ্ববিদ্যালয়

Vice Chancellor Recruitment

কলকাতা: অবশেষে স্থায়ী উপচার্য পেল রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে প্রেসিডেন্সি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত স্থায়ী উপচার্য পেল এই ৬ বিশ্ববিদ্যালয়।

রাজ্য-রাজ্যপালের সংঘাতের জেরে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ বেশ কিছুদিন ধরে থমকে ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে হাইকোর্ট ও পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের নির্দেশেই গঠিত হয় সার্চ কমিটি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপাচার্য নিয়োগের জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে। সেখানে রয়েছেন ইউজিসি, রাজ্যপাল এবং রাজ্য উচ্চ শিক্ষা দফতরের একজন করে প্রতিনিধি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর