Last Updated:
Bardhaman- দীর্ঘদিন ধরে স্ত্রী বাপের বাড়িতে রয়েছে। বার বার স্বামীর বাড়ি ফিরে আসতে বলা হলেও তিনি আসেননি। তাতে স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে। ওই মহিলা শ্বশুরবাড়িতে যাননি দীর্ঘদিন।
বর্ধমান: শ্বশুরবাড়িতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে শ্যালককে জখম করল জামাই। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে।
লিখিত অভিযোগের ভিত্তিতে ওই জামাইকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কেন এমন করলেন জামাই?
দীর্ঘদিন ধরে স্ত্রী বাপের বাড়িতে রয়েছে। বার বার স্বামীর বাড়ি ফিরে আসতে বলা হলেও তিনি আসেননি। তাতে স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে। ওই মহিলা শ্বশুরবাড়িতে যাননি দীর্ঘদিন।
স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে যান অভিযুক্ত ব্যক্তি। কিন্তু সেখানে এসেও তাঁর দেখা পাননি তিনি। এরপরেই শুরু হয় বচসা, শাশুড়ির সঙ্গে ঝামেলার সূত্রপাত। তা ক্রমশ মাত্রা ছাড়ায়।
আরও পড়ুন- সুন্দরবনে বেড়াতে যাচ্ছেন? বাঙালির এই প্রিয় পদ না খেলেই মিস করবেন…
শাশুড়ির সঙ্গে বচসা থামাতে আসে শ্যালক। সেই সময় জামাইবাবুর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে জখম হন শ্যালক। জখম যুবকের নাম আকাশ সরকার। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রামের নুড়ি এলাকায়।
পারিবারিক বচসা থেকে বিবাদ ও রক্তারক্তি হওয়ার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। গুরুতর জখম শ্যালক ও তাঁর পরিবারের সদস্যরা চেঁচামেচি করায় প্রতিবেশীরা ছুটে এসে শ্যালককে বাঁচানোর চেষ্টা করে।
অভিযুক্ত জামাই অলোক দে’র সঙ্গে ধস্তাধস্তি হয় প্রতিবেশী ও পরিবারের সদস্যদের। ধস্তাধস্তি হওয়ার ফলে ওই ঘটনায় জখম হয় জামাই অলোক দে।
আরও পড়ুন- ভাইফোঁটার বাজার কাঁপাচ্ছে নতুন এই মিষ্টি? প্রতি পিস কত দাম? কেমন স্বাদ? জানুন
অলোকের বাড়ি ঝাড়খন্ড রাজ্যে। বর্তমানে জৌগ্রাম এলাকায় কাজের সূত্রে থাকেন। এখানে তিনি গ্যারাজে কাজ করেন বলে জানা গেছে। স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল।
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন শ্যালক। শ্যালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ।
Kolkata,Kolkata,West Bengal
November 03, 2024, 12:21 AM IST