কলকাতা: আজকের দিনে ভারতের টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল ভারতী এয়ারটেল। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০১৫ সালে নিলামে অধিকৃত স্পেকট্রাম সংক্রান্ত বিলম্বিত দায়গুলির আংশিক প্রি-পেমেন্ট হিসেবে ৮,০২৪ কোটি টাকা ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছে জমা করেছে তারা।
টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল আরও জানিয়েছে যে, কিস্তিগুলির সুদের হার ছিল ১০ শতাংশ। যা এয়ারটেলের পক্ষ থেকে আগেই পরিশোধ করা হয়েছে। এটির জন্য অনেক কম খরচে অর্থায়নের সুবিধাও পাওয়া যায়। মূলধন/ অর্থায়নের ভাল-বৈচিত্র্যপূর্ণ উৎস উপভোগ করে আসছে এয়ারটেল। এর ফলে তাৎপর্যপূর্ণ ইন্টারেস্ট সেভিংয়ের জন্য সমস্ত সুযোগ ব্যবহার করে ফিনান্সিংয়ের অপ্টিমাইজড কস্ট-সহ মূলধনের পরিকাঠামোয় আর্থিক নমনীয়তার প্রসার ঘটাতে সক্ষম হয়েছে ওই সংস্থা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airtel