Last Updated:
আলিপুরদুয়ার: বোরো জনজাতিদের বৈশাখ উৎসব উদযাপিত হচ্ছে আলিপুরদুয়ার জেলার সাতালি মণ্ডল পাড়া এলাকায়। বোরো সমাজের সকল জনগণ নিজের সাংস্কৃতিক পোশাক ডোকনা পরে পুজোয় অংশগ্রহণ করেন।
১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় বৈশাখ মাসে গদান বথর উৎসব পালিত হয়। বছর নিয়ে তাদের ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে। বোরো সমাজের মহিলারা পুজোর পর সাত দিনব্যাপী বাগুরুম্বা নৃত্য করে থাকে। পুজোর পরে এলাকায় যত বোরো জনজাতি রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই বাগুরুম্বা নৃত্যটি করে থাকেন মহিলারা।
আরও পড়ুন: পুজোর নাম সারহুল! পুজোয় মেলে আবহাওয়ার পূর্বাভাস, হয় গণবিবাহ
এ বিষয়ে পুরোহিত বঙ্কিম ব্রহ্ম জানান, “নতুন বছর শুরু হতেই অগ্নিকে পুজো করা হয়। ১৯৯২ সাল থেকে সাতালি মন্ডলপাড়া এলাকায় গদান বথর পালিত হচ্ছে। এ বছর নিয়ে ৩৩ তম গদান বথর উৎসব পালিত হচ্ছে। এই পুজো করলে ফসল ভাল উৎপাদিত হয়, এমন ধারণা রয়েছে আমাদের। বন্যপ্রাণীর উপদ্রব কম হয়।”
Annanya Dey
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 16, 2025 2:21 PM IST
Husband wife clash: প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ! যুবককে জুতোপেটা শাশুড়ি এবং প্রথম স্ত্রীর