Last Updated:
মাথাভাঙা: জেলা কোচবিহারের বিভিন্ন এলাকায় পান চাষ করতে দেখা যায় বহু চাষিকে। এই চাষ লাভজনক চাষ। তবে বছরের কিছু সময় এই চাষের মধ্যে অনেকটা সমস্যা দেখা দেয়। আর সেই সময় কৃষকদের একাংশ অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে থাকেন। চলতি মরশুমের শুরু থেকে থেকেই গরমের মাত্রা বেড়েছে অনেকটা।
রোদের প্রভাবে বেশ অনেকটাই ক্ষতি হচ্ছে পান চাষিদের একাংশের। বেশি মাত্রায় রোদের ফলে পান গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু সময় গাছের গায়ে পোকার আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পাতা নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে।
মাথাভাঙা মহকুমা এলাকার এক পান চাষি নিতাই চন্দ্র দাস জানান, “প্রায় ৪০ বছর ধরে এই পান চাষের সঙ্গে যুক্ত তিনি। চলতি মরশুমের শুরু থেকেই গরমের মাত্রা বেড়ে ওঠার কারণে রীতিমত ক্ষতি হচ্ছে পান চাষের। গাছের পাতা পচে যাচ্ছে বহু সময়। আর গাছের গোড়ার জল শুঁকিয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। তখন বারবার জল দিতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হল, এই সময় এক ধরনের সাদা ছোট্ট ধরনের পোকা দেখতে পাওয়া যায় এই গাছে। এই পোকাগুলি গাছের পাতা নষ্ট করে দেয়।”
আরও পড়ুন: ১ লক্ষ টাকার একটি ‘বাইকে’ ডিলার কত টাকা ‘লাভ’ করেন জানেন…? চমকে দেবে ‘মার্জিন’!
বাজারের দুই পান বিক্রেতা মনোরঞ্জন দাস জানান, “চলতি মরশুমে বাজারে লোকাল পানের চাহিদা থাকলেও যোগান পাওয়া যাচ্ছে না। মূলত গরমের বেশি তাপ থাকার কারণে পান পাতা নষ্ট হচ্ছে। তাই কৃষকেরা যেমন লাভ পাচ্ছেন না। তেমনি লোকাল পানের যোগান না থাকায় দাম থাকছে অনেকটাই বেশি।”
আরেক বিক্রেতা কালু সাহা জানান, “যতটুকু পান আসছে বেশিরভাগটাই বাইরের পান। ফলে কৃষকেরা বেশ অনেকটাই ক্ষতির সমুখীন হচ্ছেন চলতি মরশুমে। তবুও বেশ কিছু কৃষক অল্প সংখ্যক পানের সাপ্লাই দিচ্ছেন। তবে সেই পান বাজারের চাহিদা মেটাতে পারছে না।”
যদিও বর্তমানে এই পানের ক্ষতি কৃষকদের অনেকটাই সমস্যার সম্মুখীন করে তুলেছে। কৃষকদের আয়ের পরিমাণ কমে গিয়েছে অনেকটাই। ফলে বেশ কিছু কৃষক পান চাষ ছেড়ে দিয়ে অন্য চাষ শুরু করেছেন। তবে সরকারি সহায়তা ও সঠিক কৃষি পরার্মশ যদি পান চাষিরা পান। তবে তাঁদের বেশ অনেকটাই উপকার হয়, এমনটাই জানাচ্ছেন তাঁরা। যদিও তাঁরা এখনও কোনও সুবিধা পাননি।
সার্থক পণ্ডিত
Kolkata,West Bengal
April 14, 2025 7:30 AM IST
West Bengal news: শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ উত্তরবঙ্গে, মাথাভাঙায় চাঞ্চল্য