Last Updated:
জলপাইগুড়ি: শীত পরতেই সকাল সন্ধে পথেঘাটে আজও স্বমহিমায় উওর বাংলার প্রাচীণ এই ফাস্ট ফুড! নেই কোনও বিজ্ঞাপন,নেই আধুনিক রংচঙে মোড়ক তবুও আজও ভোরের আলো ফুটতেই আট থেকে আশি ভিড় জমায় ধূমায়িত ভাপাপিঠের উনুনের পাশে। তাই উত্তরবঙ্গে গত দুদিন যাবত শীতের প্রভাব বাড়তেই চাহিদা বাড়ছে ভাপা পিঠের। উত্তরবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহরের পথের ধারে এমন দৃশ্য ফুটে ওঠে শীতের আমেজ শুরু হতেই।