কলকাতা: গাড়ি এখন প্রয়োজনের অঙ্গ হয়ে উঠেছে। ফলে বাড়িতে একটা গাড়ি থাকলে বিপদে-আপদের সময় অনেকটাই সুরাহা হয়। তাই গাড়ির সঠিক যত্ন নেওয়া জরুরি। নাহলে জলের মতো টাকা খরচ হয়ে যেতে পারে।
আসলে একটি গাড়ির সবথেকে ব্যয়বহুল অংশ হল সেটির ইঞ্জিন। কারণ ইঞ্জিন হল গাড়ির জটিল অংশ। তাই এর বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। যা অনেকেই করেন না। তবে ইঞ্জিনে কোনও ত্রুটি থাকলে কিন্তু মুশকিল! কারণ ইঞ্জিন মেরামত করতে গিয়ে পকেটের উপর বিশাল চাপ পড়তে পারে।
আরও পড়ুন- চলন্ত ট্রেন থেকে হাত ফস্কে ফোন পড়ে গিয়েছে? চিন্তা করতে হবে না, উপায় আছে!
তবে অধিকাংশ মানুষই একটি সাধারণ ভুল করে থাকে। আর সেটি হল- ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গেই গাড়ি চালানো শুরু করে দেন তাঁরা। যেটা একেবারেই করা উচিত নয়।
অয়েল সার্কুলেশন:
গাড়ি যখন সচল হয়, তখন ইঞ্জিনের সমস্ত যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করার জন্য তেলের প্রয়োজন হয়। কিন্তু গাড়িটিকে সঙ্গে সঙ্গে ড্রাইভ করতে শুরু করলে ইঞ্জিনের কিছু অংশে পর্যাপ্ত তেল না-ও পৌঁছতে পারে। যার ফলে যন্ত্রাংশগুলি আরও বেশি করে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দেয়।
কম তাপমাত্রা:
প্রাথমিক ভাবে ইঞ্জিনের তাপমাত্রাও প্রয়োজনের তুলনায় কম থাকে। যার কারণে এটি অপারেট করতে বেশি কসরত করতে হবে। এমন পরিস্থিতিতে গাড়ি স্টার্ট দেওয়ার পরে কয়েক মিনিট অপেক্ষা করে তবেই গাড়ি চালানো শুরু করতে হবে। যাতে ইঞ্জিনের সমস্ত অংশে পর্যাপ্ত তেল পৌঁছতে পারে এবং সঠিক ভাবে ইঞ্জিন গরম হতে পারে।
ইঞ্জিন ওয়ার্ম-আপের জন্য জরুরি বিষয়:
গাড়ি স্টার্ট করার পর কতক্ষণ অপেক্ষা করা উচিত, তা গাড়ির ধরন এবং আবহাওয়ার উপর নির্ভর করে। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জিন গরম হতে বেশি সময় নেয়। তাই শীতের মরশুমে গাড়ি স্টার্ট করার পর গাড়ি চালানোর আগে একটু অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন- ভুলেও এই ৩২ PASSWORD সেট করবেন না! আটাকানো যাবে না আর্থিক জালিয়াতি, জেনে নিন
ইঞ্জিন চালু করার পর কী করা উচিত?
গাড়ি স্টার্ট করার পরে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। দুই-তিন মিনিট পর্যন্ত ইঞ্জিন গরম করার পরে গাড়ি ড্রাইভ করতে হবে। একদম প্রথমে দ্রুত গাড়ি না চালানোই উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cars