পূর্ব মেদিনীপুর: অপহরণ করে খুনের চেষ্টায় ধরা পড়ল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবাগোলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মইমুদ্দিন খান নামে কসবাগোলার এক বাসিন্দাকে অপহরণ করে খুনের চেষ্টায় গ্রামবাসীদের ধরা পড়ল হাতে দুই দুষ্কৃতী।
মইমুদ্দিন জানিয়েছেন, প্রায় তিন বছর আগে পশ্চিম মেদিনীপুরের সবং থানার ডণ্ডরা গ্রামের দিলহোসেন খান নামে এক ব্য়ক্তির মেয়ে আত্তারি বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সংসার ভেঙে যায় মইমুদ্দিনের। এমনকী বিবাহবিচ্ছেদের বিষয়টি আদালতে পর্যন্ত গড়ায়। তারপর কেটে গিয়েছে প্রায় ৮ মাস। গতকাল একটি সুইফট ডিজায়ার কসবাগোলা গ্রামে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষজন। শুধু তাই নয়। ৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে মইমুদ্দিনের খোঁজ খবর নিতে থাকে।
আরও পড়ুন: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই…
আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের বসন্ত উৎসবে মানুষের ঢল, দেখুন উৎসবের নানা মুহূর্তের ছবি
মইমুদ্দিনকে ফোন করে দেখা করে সেই ব্য়ক্তিরা। এলাকার মানুষজন জড়ো হয়ে ওই চার অপহরণকারীকে ধরার চেষ্টা করলে দুই ব্যক্তি ছিটকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এলাকার উত্তেজিত জনতা বাকি দুই অপহরণকারী ধরে বেঁধে রাখে। পরে ওই দুই অপহরণকারীকে সর্বসমক্ষে স্বীকার করে, তারা মইমুদ্দিনকে অপহরণ করে খুন করার পরিকল্পনা করে এসেছিল। পরবর্তীকালে এলাকাবাসী এগরা থানার পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেয়। কী ভাবে দিনে-দুপুরে এমন অপহরণ করার মতো ঘটনা এলাকায় ঘটছে, তা নিয়ে এলাকাবাসী একাধিক প্রশ্ন তুলছে।
পঙ্কজ দাশ রথী
আপনার শহর থেকে (পূর্ব মেদিনীপুর)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।