রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

How to hide last seen and activity status on Instagram

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ৩০, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ


Instagram Tips: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ফিচার (Instagram Tips)। ইনস্টাগ্রামের অ্যাক্টিভিটি স্টেটাস (Instagram activity status) ফিচারের মাধ্যমে দেখা যায়, কে কখন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্টিভ ছিলেন। শুধু তা-ই নয়, কেউ নিজের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকলে সেটাও দেখা যায় এই স্টেটাস অপশনের মাধ্যমে। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রাম তার ইউজারদের এই সকল অপশন লুকিয়ে রাখার সুবিধা দিতে নিয়ে এসেছে একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে গোপন রাখা যাবে ইনস্টাগ্রামের লাস্ট সিন (Instagram last seen) অপশন।

সুতরাং এই নতুন ফিচারের জন্য ব্যবহারকারীরা দারুণ সুবিধা পাবেন (Instagram Tips)। কেউ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ (Instagram activity status) রয়েছেন কিনা, তা অন্যরা ফলো করতে অথবা দেখতেও পারবেন না । ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের মাধ্যমে কোন মেসেজ সিন করা হয়েছে কিনা এবং কখন সিন করা হয়েছে, সেটাও গোপন রাখা যাবে। ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের মাধ্যমে কখন কে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিলেন, তা-ও কেউ বুঝতে পারবেন না অন্যরা। এক নজরে দেখে নেওয়া যাক, ইনস্টাগ্রামের লাস্ট সিন (Instagram last seen) গোপন করার উপায়।

আরও পড়ুন – Jio Cheapest Prepaid Plan: সবচেয়ে সস্তা প্ল্যানের ধামাকা! ৩০০ টাকারও কম প্ল্যানে Free Calling! 42GB Data

ইনস্টাগ্রামের লাস্ট সিন গোপন করার উপায় –

স্টেপ ১ – প্রথমেই খুলতে হবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এর পর প্রোফাইল-এ ঢুকে নিজেদের প্রোফাইল ইমেজের ডান দিকের নীচের কোণে ক্লিক করতে হবে।

স্টেপ ২ – এর পর সেটিং ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে হ্যামবার্গার বার অর্থাৎ তিনটি হরাইজন্টাল বারে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এর পর যেতে হবে প্রিভেসি অপশনে। সেখান থেকে অ্যাক্টিভিটি স্টেটাসে ক্লিক করতে হবে। শো অ্যাক্টিভিটি স্টেটাস অপশন অনেকগুলো অপশন দেখাবে। সেখান থেকে টার্ন অফ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ – এর পর নিজেদের ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি ইন্ডিকেটর ডিসেবেল হয়ে যাবে। এর ফলে হাইড হয়ে যাবে লাস্ট সিন অপশন।

ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রামের লাস্ট সিন হাইড করার উপায় –

স্টেপ ১ – প্রথমেই ইন্টারনেট ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে instagram.com।

স্টেপ ২ – এর পর লগ ইন করতে হবে নিজেদের প্রোফাইল।

আরও পড়ুন – COVID-19 Test Mail Scam: কোভিড পরীক্ষার মেল থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও

ব্রাটা থেকে বাঁচার উপায় –

স্টেপ ৩ – এর পর নিজেদের প্রোফাইল ছবি বা ডিপি-র আইকনে ক্লিক করতে হবে। এর পর সেটিং ট্যাবে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ – এর পর ক্লিক করতে হবে হবে প্রিভেসি এবং সিকিউরিটি অপশন।

স্টেপ ৫ – এর পরেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি স্টেটাস হাইড হয়ে যাবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Instagram, Tech tips





Source link

সর্বশেষ - খেলাধুলা