Instagram: How to Recover Recently Deleted Posts: ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে Instagram। এই প্লাটফর্মে ছবি, ভিডিও-তো শেয়ার করা যায়ই, সেই সঙ্গে এর মূল আকর্ষণ হল Reels। কিন্তু, সে গুলি যদি কখনও Delete হয়ে যায়! মন খারাপ তো হবেই। শুধু মন খারাপ কেন, ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে কনটেন্ট ডিলিট হলে ক্ষতিই হবে। তবে জানেন কি ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট ফিরিয়ে আনা সম্ভব Instagram-এ!
খুব সহজ উপায়েই তা করা সম্ভব। ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট ইনস্টাগ্রামে রিস্টোর করতে পারবেন ইউজাররা। তবে এর জন্য ফোনের ইনস্টাগ্রামে একদম লেটেস্ট অর্থাৎ সাম্প্রতিক আপডেটেড ভার্সন থাকতে হবে।
ফোন, ভিডিও, রিলস কিংবা স্টোরি ইত্যাদি সব কিছুই ইনস্টাগ্রামে রিস্টোর করা সম্ভব। তবে একটা কথা জেনে রাখা প্রয়োজন যে, ইউজার যখন কনটেন্ট ডিলিট করছেন তখন সেটা সরাসরি চলে যায় রিসেন্টলি ডিলিটেড অংশে। সেখান থেকে ৩০ দিন পর মুছে যায় ওই কনটেন্ট। ইনস্টা স্টোরির ক্ষেত্রে বিষয়টা ২৪ ঘণ্টার মধ্যে ডিলিট হয়ে যায়। অর্থাৎ এই ৩০ দিনের মধ্যে এবং ইনস্টা স্টোরির ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে ইউজার ডিলিটেড কনটেন্ট থেকে ইনস্টাগ্রামের কনটেন্ট রিস্টোর করতে পারবেন। তার পরে আর না।
আরও পড়ুন – আপনার অ্যান্ড্রয়েড ফোনটিই হয়ে উঠবে একটি ডিজিটাল ফোটো ফ্রেম, কী ভাবে? দেখে নিন
এক নজরে দেখে নিন ইন্সটাগ্রামে ডিলিট হয়ে যাওয়া কনটেন্ট রিস্টোর বা পাকাপাকি ডিলিট করার উপায়…
১. প্রথমেই ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলতে হবে। তারপর নিজের প্রোফাইল খুলতে হবে।
২. ইনস্টাগ্রাম অ্যাপে ঢোকার পর দেখতে পাওয়া যাবে উপরের ডানদিকে নিজেদের প্রোফাইল পিকচার রয়েছে। সেখানে ট্যাপ করলেই অ্যাকাউন্ট খুলে যাবে।
৩. নিজের অ্যাকাউন্টে ঢুকে Recently deleted অপশনে ক্লিক করুন। এই অপশন যদি দেখতে না পান, তবে বুঝতে হবে আপনি সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে কোনও কনটেন্ট ডিলিট করেননি।
৪. এরপর যদি রিসেন্টলি ডিলিটেড অপশন দেখতে পাওয়া যায় তা হলে সেখান থেকে বেছে নিতে হবে কোন ধরনের কনটেন্ট রিস্টোর করতে চান সেটা। একদম উপরের দিকেই এই অপশন পাওয়া যাবে।
৫. এরপর সেটি বেছে নেওয়ার পর সেই নির্দিষ্ট ছবি, ভিডিও বা স্টোরিকে রিস্টোর বা পার্মানেন্টলি ডিলিট করার জন্য ট্যাপ করতে হবে।
৬. এরপর উপরের ডানদিকে থাকা ‘more’ অপশনে ক্লিক করলে পছন্দ অনুযায়ী বেছে নেওয়া কনটেন্ট রিস্টোর বা ডিলিট করা যাবে। এখানে তিনটি অপশন থাকবে। সেখান থেকে বেছে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram