এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও, গ্রাহকরা প্ল্যানে ১০০০ টি ফ্রি SMS পান। অতিরিক্ত সুবিধার কথা বললে, ব্যবহারকারীরা Jio-র ৩৯৫ টাকার প্ল্যানে Jio-এর OTT-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। এতে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারেন