বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

Leopard attack বাগানে পাতা তুলতে গিয়ে সর্বনাশ! চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ North Bengal news leopard attacked tea worker at Jalpaiguri in North Bengal

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪ সময় দেখুন


Last Updated:

North Bengal news: সাতসকালে চা বাগানে কাজ করতে গিয়েছিল চা শ্রমিক পাতা তুলতে। হঠাৎ করে চা বাগানের নালা থেকে শ্রমিকের উপরে আক্রমণ করে চিতাবাঘ।

লেপার্ডের আক্রমণলেপার্ডের আক্রমণ
লেপার্ডের আক্রমণ

জলপাইগুড়ি: চা পাতা তুলতে তুলতে হঠাৎ চা বাগানের ফাঁকা শরীরের উপরে লাফিয়ে পড়লো‌ পূর্ণবয়স্ক লেপার্ড। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সে চিতাবাঘের আক্রমণে আহত হচ্ছেন চাষ শ্রমিকরা।

আবারও শহর সংলগ্ন চা বাগানে এমনও আতঙ্ক। ফের চা বাগানে লেপার্ড হামলায় আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে। শনিবার সকালে প্রতিদিনের মতো চা বাগানে কাঁচা পাতা তুলতে গিয়েছিলেন চা শ্রমিকরা। সেখানেই চিতাবাঘের হামলায় গুরুতর আহত চা বাগানের শ্রমিক। আহতকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি, চাঞ্চল্য সৈকতে

জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জখম শ্রমিক জলপাইগুড়ি ভান্ডিগুড়ি করলা লাইনের বাসিন্দা বাগানের ৬০ নম্বর ব্লকে পাতা তোলার কাজ করছিলেন। ঝুটুং ওরাও ( ৪০)  গুরুতর আহত হন। ওই ব্যক্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।বন দফতরের হস্তক্ষেপে দাবি করেছেন বাসিন্দারা। তারপরেই এদিন সকালেই চা বাগানে বন দফতর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে।

Next Article

Jalpaiguri News: উঠোনে ঝাঁট দিচ্ছিলেন মহিলা, হঠাত্‍ শিং উঁচিয়ে তেড়ে এল! বাঘ, হাতি নয়, এই প্রাণীর আক্রমণে মৃত বৃদ্ধা! মর্মান্তিক ঘটনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর