লো ব্লাড প্রেসার: যেমন উচ্চ রক্তচাপ একটি গুরুতর সমস্যা, তেমনই কম রক্তচাপ বা লো ব্লাড প্রেসারও অবহেলা করার মতো নয়। হঠাৎ BP কমে গেলে মাথা ঘোরা, দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, বমি বমি ভাব, ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়।