কলকাতা: জনপ্রিয় গ্লোবাল মোবাইল ব্র্যান্ড OnePlus মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় গ্রাহকদের জন্য তাদের নতুন-মিড রেঞ্জ ১১ সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। দেশে এবার এসেছে OnePlus 11R 5G ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৭-ইঞ্চির ১২০Hz সুপার ফ্লুইড ডিসপ্লে, একটি শক্তিশালী চিপসেট এবং অতি দ্রুত চার্জিং সাপোর্ট। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
OnePlus 11R 5G ফোনের দাম –
ভারতে নতুন লঞ্চ হওয়া OnePlus 11R 5G ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা। OnePlus 11R দুটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক। OnePlus 11R ভারতে ২৮ ফেব্রুয়ারি থেকে Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন- চ্যাটজিপিটির পাল্টা হিসেবে গুগল বাজারে আনল বার্ড! নতুন এই প্রযুক্তি কতটা কাজের!
সংস্থার প্রতিষ্ঠাতা তথা OPPO এবং OnePlus-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অফ প্রোডাক্ট পিটে ল জানিয়েছেন যে, “আমরা নতুন দিল্লিতে OnePlus 11R লঞ্চ করতে পেরে অবিশ্বাস্যভাবে উত্তেজিত। OnePlus 11R ফোন আমাদের ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
OnePlus 11R ফোনের ফিচার –
OnePlus 11R ফোনে রয়েছে একটি মসৃণ লেজার-কাট সিলুয়েট, এই ডিজাইনকে নজরকাড়া করে তুলতে দেওয়া হয়েছে গ্লসি ফিনিশ। এটি ADFR 2.0 সহ একটি ৬.৭-ইঞ্চির ১২০Hz সুপার ফ্লুইড ডিসপ্লে, ২৭৭২*১২৪০ রেজোলিউশন এবং ৪৫০ PPI যুক্ত।
এটিই OnePlus-এর প্রথম স্মার্টফোন যা LTPS ডিসপ্লের জন্য ADFR ২.০ প্রযুক্তি সাপোর্ট করে, যা ডিসপ্লের ফ্রেম রেটকে স্বয়ংক্রিয়ভাবে ৪০Hz, ৪৫Hz, ৬০Hz, ৯০Hz এবং ১২০Hz-এর মধ্যে অ্যাডজাস্ট করার অনুমতি দেয়। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 যুক্ত, যা উন্নত দক্ষতার সঙ্গে দ্রুত CPU এবং GPU গতি প্রদান করে।
এই ফোনে রয়েছে RAM-Vita প্রযুক্তি সহ ১৬ GB পর্যন্ত LPDDR5X RAM। এছাড়াও রয়েছে একটি 5,177.46 mm2 কুলিং সিস্টেম।
এই ফোন OnePlus-এর সর্বশেষ অ্যালগরিদম, জেনারেল পারফরম্যান্স অ্যাডাপ্টার ফ্রেম স্টেবিলাইজার ৪.০ যুক্ত, যা গ্রাফিক্সবহুল দৃশ্য চলার সময়েও হাই ফ্রেম রেট এবং পাওয়ার খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে।
OnePlus 11R ফোনে একটি নতুন ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। যার মধ্যে রয়েছে মেন ৫০ এমপি ক্যামেরা, একটি ৮ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ এমপি সেন্সর।
আরও পড়ুন- দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের
ওয়াইড ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে OnePlus ইন-হাউস অ্যালগরিদম, TurboRAW HDR-এর সর্বশেষ আপডেট রাখা হয়েছে ফোনের ক্যামেরায়। এই স্মার্টফোনটি ১০০W দ্রুত চার্জিং যুক্ত। এই ফোনে রয়েছে একটি ৫,০০০mAh ব্যাটারি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OnePlus, Smartphone