কিন্তু, যারা এখনো পাসপোর্ট বানাননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর! কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাসপোর্টের নিয়মে পরিবর্তন এনেছে, যা বিশেষভাবে জন্ম তারিখ সংক্রান্ত।
আরও পড়ুন: ৩১ মার্চের পর ১৫ বছরের পুরোনো গাড়ির জন্য মিলবে না পেট্রল! কোথায় এমন হচ্ছে জানুন…
জন্ম সনদই একমাত্র গ্রহণযোগ্য প্রমাণ। ভারতের কেন্দ্রীয় সরকার এক নতুন নিয়ম চালু করেছে, যার আওতায় ১ অক্টোবর ২০২৩ বা তার পর জন্ম নেওয়া ব্যক্তিদের পাসপোর্টের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র জন্ম তারিখের সার্টিফিকেট (Birth Certificate) জমা দিতে হবে।
আগে যেখানে জন্ম তারিখ প্রমাণের জন্য একাধিক নথি মান্য করা হত, এখন থেকে এই বিশেষ তারিখের পর জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে শুধুমাত্র জন্ম সনদই গ্রহণযোগ্য হবে।
আগের নিয়মে কী ছিল? পূর্বে পাসপোর্ট বানানোর জন্য জন্ম তারিখ প্রমাণ করতে বেশ কিছু নথি দেওয়া যেত। এর মধ্যে ছিল স্কুলের সার্টিফিকেট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর ২০২৩-এর পর জন্মগ্রহণকারীদের জন্য শুধুমাত্র জন্ম তারিখের সার্টিফিকেটই বৈধ প্রমাণ হিসাবে ধরা হবে।
আরও পড়ুন: গুজরাটে ‘দৃশ্যম’ স্টাইলে খুন! ১৩ মাস পর ধরা পড়ল চতুর খুনি, অপরাধীকে ধরতে নাজেহাল পুলিশ…
সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে নতুন নিয়ম। এই নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি ভারত সরকারের অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। সংশোধিত পাসপোর্ট আইন অনুযায়ী, এই নতুন নিয়ম শীঘ্রই কার্যকর হবে। জন্ম তারিখের সার্টিফিকেট অবশ্যই জন্ম-মৃত্যু রেজিস্ট্রার অফিস, পৌরসভা বা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ১৯৬৯-এর আওতাধীন স্বীকৃত কোনও সংস্থা থেকে ইস্যু করা হতে হবে।
পুরোনো জন্ম তারিখের ক্ষেত্রে কী হবে? যদি কোনো ব্যক্তি ১ অক্টোবর ২০২৩-এর আগে জন্মগ্রহণ করে থাকেন, তবে তাদের ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসাবে বিকল্প নথি যেমন স্কুল লিভিং সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড ব্যবহার করা যাবে। তবে নতুন জন্ম নেওয়া শিশুদের জন্য জন্ম তারিখের সার্টিফিকেট ছাড়া অন্য কোনো নথি গ্রহণযোগ্য হবে না।
কেন এই পরিবর্তন আনা হল? এই পরিবর্তন আনার অন্যতম কারণ হলো পরিচয় সংক্রান্ত জালিয়াতি রোধ করা। জন্ম তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্য সরকার চায় একক প্রমাণপত্র ব্যবহার করতে। অতীতে বিভিন্ন নথির মাধ্যমে বয়সের প্রমাণ দেওয়া হত, যা অনেক সময় বিভ্রান্তিকর হয়ে উঠত।
যারা পাসপোর্ট বানাতে চান, তারা কী করবেন? যারা এখনো পাসপোর্ট বানাননি, তারা দ্রুত তাদের প্রয়োজনীয় নথিপত্র তৈরি করুন। বিশেষ করে, যাদের শিশু ১ অক্টোবর ২০২৩-এর পরে জন্মগ্রহণ করেছে, তারা অবিলম্বে জন্ম তারিখের সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়।
পাসপোর্টের গুরুত্ব ও পরামর্শ। পাসপোর্ট শুধুমাত্র বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রও বটে। তাই পাসপোর্ট বানানোর আগে সমস্ত নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি। নতুন নিয়ম অনুযায়ী, জন্ম সনদের গুরুত্ব অনেক বেড়ে গেছে, তাই অভিভাবকদের উচিত তাদের নবজাতকদের জন্মের পরপরই জন্ম সনদ তৈরি করে নেওয়া।
বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন। এই নতুন নিয়ম সম্পর্কে অনেকেই এখনো জানেন না। তাই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও পরিচিতদের এই বিষয়টি জানিয়ে দিন, যাতে কেউ সমস্যায় না পড়েন। পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পাসপোর্ট অফিস বা সরকারি ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।
সরকারি নিয়ম পরিবর্তনের ফলে অনেকের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভবিষ্যতে বিদেশ সফর বা পড়াশোনার জন্য পাসপোর্ট তৈরি করতে হলে জন্ম সনদ থাকা বাধ্যতামূলক হবে। তাই দেরি না করে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা ভালো।
Kolkata,West Bengal
March 01, 2025 10:57 PM IST