Realme 9 Pro Series’ Launch: Realme ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন। Realme কোম্পানির তরফ অফিসিয়ালি জানানো হয়েছে যে ভারতে তাদের নতুন ফোন Realme 9 Pro সিরিজ লঞ্চ করা হবে। ভারতে লঞ্চ করা হবে Realme-র দুটি স্মার্টফোন Realme 9 Pro এবং Realme 9 Pro+। এই দুটি ফোন ভারতের বাজারে লঞ্চ করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। লঞ্চের তারিখ না জানা গেলেও শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা চলেছে Realme-র দুটি স্মার্টফোন Realme 9 Pro এবং Realme 9 Pro+। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনদুটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
Realme 9 Pro –
Realme-র নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১২০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট। Realme-র নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৫জি সাপোর্ট। Realme 9 Pro-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট (Qualcomm Snapdragon 695 Chipset)। Realme 9 Pro-তে রয়েছে ৮ জিবি (GB) র্যাম (RAM) এবং ১২৮ জিবি স্টোরেজ। Realme 9 Pro-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের শ্যুটার। এছাড়াও Realme 9 Pro-তে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা হোল পাঞ্চ কাটআউট যুক্ত। Realme-র নতুন ফোন Realme 9 Pro-তে রয়েছে ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি।
আরও পড়ুন – বিশ্ব বাজারে লঞ্চ হল Redmi Note 11 সিরিজ, এক নজরে দেখে নিন দাম এবং ফিচার
Realme 9 Pro+ –
Realme-র নতুন ফোন Realme 9 Pro+-তে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (HD+) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৯০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট। Realme 9 Pro+-তে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও Realme 9 Pro+-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যা ও আই এস সাপোর্ট যুক্ত, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Realme-র নতুন ফোন Realme 9 Pro+-তে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
আরও পড়ুন – WhatsApp এখন আরও সুরক্ষিত! ৬ সংখ্যার পিন ছাড়া করা যাবে না লগ ইন
Realme ভারতে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে তাদের এই নতুন দুটি ফোন Realme 9 Pro এবং Realme 9 Pro+। Realme-র নতুন দুটি ফোন Realme 9 Pro এবং Realme 9 Pro+-এর দাম সম্পর্কে কিছু না জানা গেলেও মনে করা হচ্ছে ফোনদুটির দাম খুব বেশি করা হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।