জিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭৫ টাকার এই প্ল্যানের মাধ্যমে জিও ইউজাররা জিও টিভি (Jio Tv), জিও সিনেমা (Jio Cinema), জিও নিউজ (Jio News), জিও সিকিউরিটি (Jio Security), জিও ক্লাউড (Jio Cloud) এর মতো অ্যাপগুলোর সুবিধাও পাবেন। তাঁরা নিখরচায় এই সব অ্যাপ ব্যবহার করতে পারবেন।