01
স্বপ্নের নগরী বলিউড। রুপালি দুনিয়ার তারকাদের ঝলমলে মোড়কে মোড়া জীবন। কোনও তারকা আসেন এক্কেবারে বাইরের জগৎ থেকে, কোনও তারকা স্টার কিড, ফিল্মি ঘরানার সদস্য। কেউ বলিউডে হালে পানি পান না, কেউ বা পান সেরার শিরোপা। অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার, দেখে নিন কেরিয়ারের প্রথম ছবিতে এই তারকরা কত পারিশ্রমিক নিয়েছিলেন।