Last Updated:
এক পক্ষকাল ব্যাপী শুরু হলো কৃষকদের সাথে যোগাযোগ বাড়াতে বিকশিত কৃষি সংকল্প অভিযান নিমপীঠে
সুমন সাহা, নিমপীঠ: এক পক্ষকাল ব্যাপী শুরু হল কৃষকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিকশিত কৃষি সংকল্প অভিযান নিমপীঠে। গ্রামের মানুষ আজও কৃষি নির্ভর। তাই ভারত সরকারের কৃষি মন্ত্রালয় কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছে দেশের কৃষি বিজ্ঞান কেন্দ্র গুলির মধ্যে দিয়ে। ২৯ শে মে থেকে ১২ ই জুন এই এক পক্ষ কাল ব্যাপী সারা দেশে শুরু হয়ে গেল বিকশিত কৃষি সংকল্প অভিযান নামে প্রায় দেড় কোটি কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযান। ভারতীয় কৃষি ও কৃষক মন্ত্রালয়, ব্যারাকপুরের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে এক পক্ষ কাল ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় ট্যাবলোর মধ্যে দিয়ে। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ট্যাবলোর সূচনা করেন আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, নিমপীঠ কে বি কের প্রধান ও সিনিয়র বিজ্ঞানী কৃষি বিশেষজ্ঞ সহ আরো অনেকে।প্রথম দিন কুলতলি বিধানসভার গোপালগঞ্জ পঞ্চায়েতের বনঘেরী ও মধ্য গুড়গুড়িয়ার গ্রামে গিয়ে কৃষকদের মুখোমুখি হন কৃষি বিশেষজ্ঞরা।তাদের সাথে চাষের সমস্যা নিয়ে আলোচনা করেন।এই অভিযানের গুরুত্ব তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের কি করনীয় তা ব্যাখা করেন।এই ১৫ দিন দেশের ৭০০ টি জেলায় দুহাজারের বেশি বৈজ্ঞানিক দল অংশ গ্রহন করছে এই বিকশিত সংকল্প অভিযানে।আর এই অভিযানকে ঘিরে সুন্দরবনের চাষিদের মধ্যে আগ্রহ ছিলো তুঙ্গে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 02, 2025 8:54 PM IST