নয়া বিধি অনুযায়ী, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতা ওপর তৈরি হবে প্যানেল। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে omr এ। ১০ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলেই ১০ নম্বর পাবেন। ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর পেলে ৮ নম্বর ও ৫০ শতাংশের কম পেলে ৬ নম্বর দেওয়া হবে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর, মৌখিক ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর, ক্লাস নেওয়ার দক্ষতার উপর ১০ নম্বর বরাদ্দ হবে। নিয়োগ বিধিতে জানাল স্কুল শিক্ষা দফতর।
নবম – দশম ও একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন আজ, শনিবারই বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করেছে রাজ্য। এখানেই শেষ নয়, লিখিত পরীক্ষায় স্বচ্ছতার উপরে বিশেষ জোর দিচ্ছে রাজ্য। জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পাঁচ দিন আগেই মডেল উত্তরপত্র প্রকাশ করবে এসএসসি।
মডেল উত্তরপত্রের উপরে যে যে মতামত আসবে তা যাচাই করে দেখা হবে। তা যাচাই করার জন্য প্রত্যেকটি বিষয়ের উপর নিয়োগ করা হবে দু’জন করে বিশেষজ্ঞও। কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রফেসর হতে হবে সেই বিশেষজ্ঞদের। যে মতামতগুলি নেওয়া হবে তার উপরে বিশেষজ্ঞেরা তাঁদের মতামত দেওয়ার পরেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে এসএসসি।
চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময় সফল পরীক্ষার্থীদের নিজেদের নম্বর, ক্যাটেগরি ভিত্তিক কাট অফ মার্কস, সেই পরীক্ষার্থী চূড়ান্ত যে নম্বর পেয়েছে তার প্রত্যেকটি আপলোড করা হবে। নতুন প্রকাশিত নিয়োগ বিধিতে জানাল রাজ্য।
চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর এক বছর মেয়াদ থাকবে প্যানেলের। এসএসসি প্রয়োজন মনে করলে রাজ্যের অনুমতি সাপেক্ষে সেই প্যানেলের মেয়াদ আরো ছ’মাস বাড়াতে পারে।
প্যানেলের মেয়াদ শেষ হবার পর আরও দু’বছর এসএসসি কে ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে হবে। ওএমআর শিটের স্ক্যান কপি দশ বছর সংরক্ষণ করে রাখতে হবে। নয়া নিয়োগ বিধিতে জানিয়েছে রাজ্য৷
এর পাশাপাশি, উচ্চ প্রাথমিকের (ক্লাস ৬ থেকে ক্লাস ৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেও বদল এনেছে রাজ্য। জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের জন্য টেট পাস বাধ্যতামূলক।
টেটের প্রাপ্ত নম্বর-এর সর্বাধিক গুরুত্ব (weightage) থাকবে ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা omr নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউ এর জন্য ১৫ নম্বর বরাদ্দ। এক্ষেত্রে, টেট-এর উপরে নম্বরের ভিত্তিতে গুরুত্ব, ওএমআর-এর নম্বর ও ইন্টারভিউয়ের নম্বরে বদল আনা হয়েছে৷
উচ্চ প্রাথমিক টেট-এ ক্লাস নেওয়ার ক্ষমতার উপর পাঁচ নম্বর ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর বরাদ্দ হবে। এটি নতুন যোগ করা হয়েছে৷
নবম – দশম, একাদশ – দ্বাদশের পাশাপাশি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও এবার বদল আনল রাজ্য সরকার।