Last Updated:
২০১৬ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় একাধিক প্রার্থী অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। তবে এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম-সহ বিশদ তালিকা রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়ে দিল এসএসসি (SSC)। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আজই ই-মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে।
সাপের কামড়ের ‘রাজধানী’! আবহাওয়া অনুযায়ী বদলে যায় এই সাপের বিষের প্রভাব! নতুন গবেষণায় যা জানা গেল…!
সূত্রের খবর, এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। তবে এবার কারা কারা অযোগ্য নন বা যাঁদের নাম অযোগ্য তালিকায় নেই, সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। সেই তালিকায় নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’—এই চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম-সহ যাবতীয় তথ্য রয়েছে।
ভারতে রেল সফরে খাবার অর্ডার করলেন ব্রিটিশ পর্যটক, যা ঘটল তাঁর সঙ্গে, অভিজ্ঞতা জানালেন ভিডিওতে!
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই তালিকা হাতে পাওয়ার পর দফতর নিজেদের মতো করে আরও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা। বরং, যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগে যুক্ত, তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 13, 2025 4:42 PM IST
SSC: আপাতত অনশন প্রত্যাহার! এবার কোন পথে এগোবে প্রতিবাদ? জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা