Last Updated:
Headmistress Tapes Students Mouths: তামিলনাড়ুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, ক্লাসে বেশি কথা বলার অপরাধে চতুর্থ শ্রেণির পাঁচ শিক্ষার্থীর মুখে টেপ লাগিয়ে দেন প্রধান শিক্ষিকা।
থানজাভুর: একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে৷ এখানে থানজাভুর জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রদের মুখে টেপ লাগিয়ে দিয়েছেন৷ শিক্ষার্থীদের অপরাধ এটাই যে, তারা ক্লাসে বেশি কথা বলছিল।
অভিযোগ রয়েছে যে থানজাভুর জেলার অয়ম্পট্টি গ্রামে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পাঁচ ছাত্র-ছাত্রীকে মুখে টেপ লাগানো অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে একজন ছাত্রীও রয়েছে।
আরও পড়ুন: ‘টয়লেট থেকে এক মিনিট আসছি’, বিয়ের পরই সোনা, টাকা নিয়ে পালাল বউ!
এই ঘটনার পরে, ছাত্রদের অভিভাবকরা থানজাভুর জেলা কালেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে স্কুলের প্রধান শিক্ষিকা এবং প্রাথমিক বিদ্যালয় এলাকার আধিকারিক অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনাটি ২১ অক্টোবর স্কুলে ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, শিশুদের মুখে টেপ প্রায় চার ঘণ্টা ধরে লাগানো ছিল, যার ফলে তাদের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল।
আরও পড়ুন: ‘গনধর্ষণ কাণ্ডে গ্রেফতার ছেলে’, প্রতারকদের ফাঁদে পা দিতেই শেষ মহিলার ৭৫ হাজার টাকা!
প্রাথমিক বিদ্যালয়ের জেলার আধিকারিক মটিয়াঝকান জানান, ক্লাসের শিক্ষকের অনুপস্থিতিতে প্রধান শিক্ষিকা দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেছেন যে প্রধান শিক্ষিকার কোনও ভূমিকা নেই এবং ছাত্ররা নিজেরাই একে অপরের মুখে টেপ লাগিয়েছিল।
স্কুলের প্রধান শিক্ষিকা পুনিথা বলেন, এই ঘটনায় তার কোনও হাত নেই। তিনি দাবি করেছেন, শিশুরা খেলার সময় নিজেরাই নিজেদের মুখে টেপ লাগিয়েছিল, এবং কেউ সেই ছবি তুলে ছড়িয়ে দিয়েছে।
Kolkata,West Bengal
November 13, 2024, 12:00 AM IST
Headmistress Tapes Students Mouths: ক্লাসে বেশি কথা বলছিল চার পড়ুয়া, রাগে মুখে টেপ লাগিয়ে দিলেন শিক্ষিকা!