জনপ্রিয় মোবাইল কোম্পানি অ্যাপলের আইফোনে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আইফোনে এমন একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আইফোনের গ্যালারিতে থাকা একটি ছবি থেকে একটি স্টিকার তৈরি করা যায়। এটি একটি অনন্য এবং iOS 16-এর এক্সক্লুসিভ ফিচার, যা শুধুমাত্র অ্যাপল ডিভাইসে উপলব্ধ। ইউজাররা এই ফিচারের সাহায্যে নিজেদের ছবি থেকে দ্রুত স্টিকার তৈরি করতে পারবেন। এই ফিচারটিকে বিশেষভাবে Lift subject from background বলা হয় এবং এটি ফাংশন ভিজ্যুয়াল লুক আপ স্যুটের অংশ। এক নজরে দেখে নেওয়া যাক আইফোনের এই ফিচার ব্যবহার করার উপায়।
এই ফিচার ব্যবহার করার জন্য নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে –
এই ফিচারটি ব্যবহার করতে, ইউজারদের যে কোনও ছবিতে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে এবং এটি অন্য অ্যাপে টেনে আনতে হবে বা এটি কপিও করা যেতে পারে। আইওএস ১৬-এ এই ফিচারটির মাধ্যমে, যে কোনও চিত্র থেকে কাটআউট স্টিকার তৈরি করা খুব সহজ।
– প্রথমেই iOS 16 চালিত যে কোনও ডিভাইসে গ্যালারি থেকে যে কোনও ছবি নির্বাচন করতে হবে।
– এরপর সেই ছবিটিতে দীর্ঘক্ষণ চেপে রাখতে হবে এবং সেটি টানতে হবে।
– এরপর সেই ছবিটি থেকে কাটআউটটি বের করতে হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
– এরপর মেনু পপ আপ করার জন্য অপেক্ষা করতে হবে।
– মেনু খোলার সঙ্গে সঙ্গে কপি অপশনটি নির্বাচন করতে হবে।
– এরপর সেই কাটআউটটি যে কোনও জায়গায় পেস্ট করা যাবে।
এক নজরে দেখে নেওয়া যাক ফাইল অ্যাপের মাধ্যমে ফটো থেকে স্টিকার তৈরি করার উপায় –
– প্রথমে যে ছবি থেকে স্টিকার বানানো হবে, সেটি ওপেন করতে হবে।
– এরপর, ডিসপ্লের নিচের বাম কোণে উপস্থিত শেয়ার আইকনে ক্লিক করতে হবে।
– এরপর সেখানে একটি ড্রপ-ডাউন মেনু দেখা যাবে। সেখান থেকে সেভ টু ফাইলস নির্বাচন করতে হবে।
– সেটি সেভ করার পরে, ফাইল অ্যাপে যেতে হবে।
– এরপর নিজেদের পছন্দ মতো ফটো বেছে নিতে হবে।
– এরপর সেই ফটো আলতো চেপে ধরে রাখতে হবে।
– এরপর, বিকল্পগুলি থেকে কুইক অ্যাকশন বিকল্পটি নির্বাচন করতে হবে।
– এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।