Last Updated:
হাপুর, উত্তর প্রদেশ: মাত্র চার সেকেন্ডে পর পর সাতবার চড়! টোল প্লাজার কর্মীর উপর চড়াও হলেন মহিলা, তার পরেই ধুন্ধুমার কাণ্ড! হাপুরের ছিজারসি টোল প্লাজার ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে, সেই ফুটেজ দেখে রীতিমত চমকে যাচ্ছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঝড়ের গতিতে টোল বুথে ঢুকে আসেন এক মহিলা। তার পরেই আক্রমণ করেন টোল প্লাজার কর্মীকে। তার রাগের কারণ কী? জানা যায়, মহিলার FASTag-এ পর্যাপ্ত টাকা ছিল না!
গোটা ঘটনাটা খোলসা করে বলা যাক! মহিলার FASTag-এ পর্যাপ্ত টাকা ছিল না, কাজেই মহিলাকে অতিরিক্ত টাকাটা মিটিয়ে দিতে অনুরোধ করেন টোল প্লাজার কর্মী। আর তাতেই তিনি চটে যান! সোজা টোল বুথে ঢুকে চড় কষিয়ে দেন কর্মীকে। একবার-দুবার নয়, চার সেকেন্ডে ৭ বার চড়!
দেখুন সেই ভিডিও–
Kalesh b/w a Lady and a Toll-Staff (A woman entered inside the toll booth and slapped the toll worker seven times in four seconds, Hapur UP)
pic.twitter.com/D6RiFkHNVE— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 14, 2025
প্রত্যক্ষদশীদের মতে, মহিলা গাজিয়াবাদ থেকে আসছিলেন। টোল চার্জ মেটানোর পরিবর্তে তিনি উলটে টোল কর্মীর উপর চড়াও হন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের! তাঁদের প্রশ্ন, ‘চার সেকেন্ডে সাতটা চড়? এ তো অ্যাকশন সিনেমাকেও হার মানাবে।” আরেক নেটিজেন বলে, ” মহিলা বলেই যা ইচ্ছে করবেন, সেটা হতে পারে না” আরেকজনের মতে, ” এই ব্যবহার মোটেই সহ্য করা হবে না”
Kolkata,West Bengal
April 14, 2025 8:04 PM IST
Delhi Metro: মেট্রোর সিটে বসে ঢুলছিল যুবক, অচেনা তরুণী এ কী করলেন!…ফের ভাইরাল দিল্লি মেট্রোর ভিডিও