Last Updated:
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: পরীক্ষা শুরু কাল, তার ৪৮ ঘন্টা আগে হঠাৎ নিখোঁজ হয়েছিল চুঁচুড়ার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশের তৎপরতায় ওই ছাত্রকে বাড়ি ফেরানো হয়। পরে পরীক্ষার্থী বাড়ি ফিরে গিয়ে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে।
পরীক্ষার দুদিন আগে গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বার হয় সে। বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
ওই পড়ুয়া টেস্ট পরীক্ষায় ভাল ফল করেছে, তার পরেও কেন এরকম করল বুঝে উঠতে পারছেন না ছাত্রের বাবা। তাঁর দাবি, বড় ছেলেকে কোনও চাপ দেওয়া হয় না, কিন্তু পরীক্ষা নিয়ে মনে হয় মানসিক চাপে ছিল। ওই দিন ছোট ভাইয়ের সঙ্গে সামান্য কথাকাটি হয়। তারপর সুমনের স্কুলব্যাগ ও মোবাইল নিয়ে বেরিয়ে যায়। প্রথমে ফোনে রিং হলেও কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, ছেলে পড়াশোনায় ভাল, কী কারণে বেরিয়েছিল বুঝতে পারছি না। ওকে সব সময় বলে এসেছি, যেটা ভাল লাগবে সেটা নিয়ে পড়তে। পরীক্ষার আগে ছেলে নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় ছিল পাল পরিবার।
আরও পড়ুন: খেতে ভাল হলেও বিরাট ক্ষতি! নষ্ট করে দেয় কিডনি, বাসা বাঁধে রোগ, পচিয়ে দেয় শরীর
থানায় অভিযোগের পরেই তৎপর হয়ে ওঠে চুঁচুড়া থানার পুলিশ। সুমনের ফোনের লোকেশান ট্র্যাক করতে থাকেন তাঁরা। রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ ফোন ট্র্যাক করে জানতে পারে চুঁচুড়ার গঙ্গা লাগোয়া ঘুটিয়াবাজার এলাকায় রয়েছে সে। সেই মতো ওই এলাকায় খোঁজাখুঁজি করতে করতে গঙ্গারপাড়ে একটি মন্দিরের কাছে ঘাটে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফিরে কিছু ক্ষণ পর হঠাৎই বমি করতে থাকে। সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করতে সে জানায়, ঠাকুর রঙ করার জন্য তুঁতে রঙ রাখা থাকে, সেই তুঁতে খেয়েছে। ছাত্রের পরিবারের ঠাকুর তৈরীর ব্যবসা রয়েছে। আপাতত ওই পড়ুয়া চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রের বাবা বলেন, “ছেলে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে এমনটা বলেনি। কী কারণে এমন করেছে জানি না”। আপাতত পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করার চেষ্টা চলছে, যাতে হাসপাতালে বসে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 02, 2025 7:56 PM IST
West Bengal news: উচ্চ মাধ্যমিকের ৪৮ ঘণ্টা আগে নিখোঁজ পরীক্ষার্থী! পুলিশ বাড়ি ফেরালে নিজেকে শেষ করার চেষ্টা ছাত্রের
South 24 Pargana: ২ দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ, পাশে ছড়িয়ে মদের বোতল! মহেশতলায় শিউরে ওঠার মতো ঘটনা