Last Updated:
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ঘটনা। ডেবরা টোল সংলগ্ন ডেবরা পুলিশের নাকা চেকিংয়ের সময় দুধের পিক আপ ভ্যান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল ডেবরা থানার পুলিশ।
Next Article
আসামের ঐতিহ্যবাহী ‘মেখলা শাড়ি’ এখন তৈরি হচ্ছে জেলায়! নতুন পথ পেলেন বাংলার তাঁতিরা?