শীঘ্রই Chat Transfer Feature রোলআউট করতে চলেছে WhatsApp
Bangla Editor | News18 Bangla | April 29, 2021, 1:12 PM IST
1/ 4


হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। প্যানডেমিকে ঘরবন্দী হয়ে পড়ায় ব্যাপক হারে বেড়েছে WhatsApp-এর ব্যবহার। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার এমন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ যা অনেক সময় ধরে গ্রাহকরা অপেক্ষা করে ছিল। প্রতিদিনই বাজারে নতুন নতুন মোবাইল ফোন লঞ্চ হচ্ছে। আর সময় সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকরাও তাদের মোবাইলের ব্র্যান্ড পরিবর্তন করে থাকেন। নিয়মিত স্মার্টফোন বদলের কারণে আমরা WhatsApp -এ থাকা চ্যাট গুলিকে হারিয়ে ফেলি।
2/ 4


WhatsApp অ্যকাউন্ট স্যুইচ করার সময় আমারা চ্যাটগুলিকে Google Drive (অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য) এবং iCloud -এ (আইফোন ব্যবহারকারীদের জন্য) ব্যাকআপ নিয়ে রাখতে পারি, কিন্তু এই ব্যাকআপগুলিকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করার জন্য অনুমতি দেয় না হোয়াটসঅ্যাপ। তাই বেশ কিছু সময় ধরেই পাইপলাইনে ছিল চ্যাট ট্রান্সফার করার ফিচার। তাই Android ইউজারেরা iOS ডিভাইস কিনলে বা উলটো হলে, চ্যাট ট্রান্সফার করার সরাসরি কোনও উপায় ছিল না।
3/ 4


তবে এখন আর চিন্তার কিছু নেই, খুব শীঘ্রইChat Transfer Feature রোলআউট করতে এক্কেবারে উঠেপড়ে লেগেছে WhatsApp। WABetaInfo-র রিপোর্ট অনুজায়ি, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে আসতে চলেছে যা, আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে দেবে। আপাতত টেস্টিং লেভেলে রয়েছে এই ফিচার।
4/ 4


WABetaInfo-একটি স্ক্রিনশট সেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে ‘move chats to Android’ আর সঙ্গে ‘update now’ ও ‘not now’ লেখা রয়েছে। নতুন এই ফিচার চালু করার হলে Android এবং iOS দুই ইউজারদের ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। কবে নাগাদ এই ফিচারটি রোলাআউট হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও বার্তা পাওয়া যায়নি।