অনেকেরই মনে হয় যে, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, ফ্রেন্ডশিপ ডে-র মতো আস্ত একটা ঘুম দিবস থাকলে বেশ মন্দ হত না! এমনটা কিন্তু সত্যিই রয়েছে! জানলে হয়তো অবাক হবেন অনেকেই যে, প্রতি বছর ১৭ মার্চ তারিখটাকে ‘বিশ্ব ঘুম দিবস’ হিসেবে উদযাপন করা হয়। তবে এই ঘুম দিবস কিন্তু গোটা দিনটা ঘুমোনোর জন্য নয়! বরং মানুষের মধ্যে ঘুমের উপকারিতা সম্পর্কে সচেতনতা গড়ার উদ্দেশ্যেই পালন করা হয়ে থাকে!