Advertise here
সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

অভিশংসিত সত্ত্বেও বেতন বাড়ল দ. কোরিয়ার প্রেসিডেন্টের

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ১৩, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৪

দক্ষিণ কোরিয়ার সাময়িকভাবে বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল

মার্শাল ল জারির কারণে অভিশংসিত হওয়ার পরেও দক্ষিণ কোরিয়ার সাময়িকভাবে বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বার্ষিক বেতন বৃদ্ধি পেয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, ইউনের বেতন সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত মান অনুযায়ী ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬২.৬ মিলিয়ন ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ডলার সমমূল্য) হয়েছে।

ডিসেম্বরে অভিশংসনের পর থেকে ইউন বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত ও গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন, যা দেশটিকে গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে। দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হলেও, সংবিধান আদালত ইউন সুক-ইওলের অভিশংসন অনুমোদন না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন।

অভিশংসিত ইউনের স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু, যিনি নিজেও পার্লামেন্টের অভিশংসনের মুখোমুখি হয়েছেন, তার বার্ষিক বেতনও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৪ মিলিয়ন ওন (১ লাখ ৩৮ হাজার ডলার সমমূল্য) হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উল্লেখ করেছেন, ইউনের ৩ শতাংশ বেতন বৃদ্ধি দেশের ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রায় দ্বিগুণ। এক্স-এ একটি পোস্টে বলা হয়েছে, ‘ন্যূনতম মজুরি ১.৭ শতাংশ বাড়লেও ইউন ৩ শতাংশ পাচ্ছেন কেন?’

জানুয়ারির শুরুতে তদন্তকারীদের প্রেসিডেন্সিয়াল রেসিডেন্সে প্রবেশে বাধা দেয় ইউনের নিরাপত্তা দল। ৭ জানুয়ারি মধ্যরাতে গ্রেফতারি পরোয়ানার মেয়াদ শেষ হয়ে গেলেও স্থানীয় আদালত পরবর্তী সময়ে মেয়াদ বাড়িয়েছে।

তদন্তকারীরা ইউনের গ্রেফতারের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে এবং পুলিশের সহযোগিতা চেয়েছে। সরকার জানিয়েছে, ইউনের গ্রেফতারে কোনো ধরনের বাধা দিলে নিরাপত্তা কর্মী ও আইনপ্রণেতাদেরও গ্রেফতার করা হতে পারে।

এদিকে ইউনের আইনজীবীরা এই গ্রেফতারি পরোয়ানাকে অবৈধ উল্লেখ করে সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার তুলনায় মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪ লাখ ডলার সমমূল্য এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্ষিক বেতন ১ লাখ ৭২ হাজার পাউন্ড (২ লাখ ৯ হাজার ডলার)।

সারাবাংলা/এনজে

অভিশংসিত
দক্ষিণ কোরিয়া
প্রেসিডেন্ট
বেতন





Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here