সারাবাংলা ডেস্ক
ঢাকা: আগামী শিক্ষাবর্ষ থেকে ৯ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না। এতে করে এই ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীকে একই বই পড়তে হবে।
২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকা সংক্রান্ত আদেশে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গতকাল সোমবার (২৩ অক্টোবর) আদেশটি জারি করা হয়।
ওই আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৯ শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী শুধু ১০ম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে। প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে। এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসি’র ফল চূড়ান্ত হবে।
২০২১ সালে জাতীয় শিক্ষাক্রমের নতুন এই রূপরেখা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। যা ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়। এ বছর প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন শুরু হয়।
সেই আলোকে ২০২৪ সালে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম ও নবম শ্রেণি, ২০২৫ সালে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিকের দশম শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে। আর উচ্চ মাধ্যমিকের একাদশ ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণি ২০২৭ সালে নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
সারাবাংলা/এনএস