Realme 11 5G ফোনে থাকতে পারে ৬৭W SuperVOOC তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্য দিকে, Realme 11x মডেলটি ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত হতে পারে। দুটি ফোনেই ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে। Android ১৩ ভিত্তিক Realme UI যুক্ত এই দুটি ফোনেই 5G, 4G LTE, ব্লুটুথ, NFC, GPS এবং USB Type-C কানেকটিভিটি থাকতে পারে। সিকিউরিটির জন্য উভয় ফোনেই সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে।