ভারতের মহাকাশ সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO), সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল (LM) চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন আপামর ভারতবাসী। বুধবার আনুমানিক সন্ধ্যা ছটায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ল্যান্ডার।