মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

আজ সব মহানগরে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৬


ঢাকা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ মার্চ) রাতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলের এই নির্মম বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/এফএন/এমপি

গণহত্যা
জামায়াতে ইসলাম
বিক্ষোভ সমাবেশ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর