#কলকাতা: নতুন জুটি পাবে টেলিপাড়া। তবে বাস্তবে নয়, পর্দায়। গুঞ্জন, নতুন একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করবেন ছোট পর্দার চেনা দুই মুখ। শন বন্দ্যোপাধ্যায় এবং সৌমিতৃষা কুণ্ডু।
বেশ কয়েক মাস আগে ‘মন ফাগুন’-এর গল্প ফুরিয়েছে। তার পর থেকে পর্দায় আর শনকে দেখা যায়নি। অন্য দিকে, ‘মিঠাই’ শেষ হওয়ার গুঞ্জনে উত্তাল চারদিক। তবে কি এখন থেকেই আগাম প্রস্তুতি শুরু? নিউজ18 বাংলাকে সৌমিতৃষা বলেন, “আমি আপাতত দ্বৈত চরিত্রে অভিনয় করছি।মিঠাই আর মিঠি, দুই ভূমিকায় আমাকেই দেখা যাচ্ছে। এই ব্যস্ততা সামলে আবার আরও একটা ধারাবাহিক! সেটা কী ভাবে সম্ভব? জানি না কেন মিথ্যা গুঞ্জন রটছে।”
সৌমিতৃষা স্পষ্ট জানালেন, আপাতত তিনি নতুন কোনও কাজ করছেন না। রসিকতার সুরে তিনি বললেন, “আমার একটা যমজ বোন থাকলে ভাল হত। সে অবিকল আমার মতো দেখতে হলে তাকে দিয়েই বেশ অনেকগুলো কাজ করাতে পারতাম।”
এক সময়ে টানা টিআরপি তালিকার শীর্ষে থেকেছে ‘মিঠাই’। সময় গড়িয়েছে। বদলেছে চেনা ছবি। তা নিয়ে যদিও আফসোস নেই সৌমিতৃষার। এক সাক্ষাৎকারে নিউজ18 বাংলাকে ‘মিঠাই’-এর বক্তব্য, “একটি ধারাবাহিকই সব সময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তা হলেই আমরা এগিয়ে যেতে পারব। আসলে অনুরাগীরা অনেক সময় দলাদলি করেন। সেটা তাঁদের দোষ নয়। ভালবেসেই হয়তো এমন করেন ওঁরা। কিন্তু আমার সহকর্মীদের প্রতি অনেক শুভেচ্ছা রইল।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।