#কলকাতা: ধরে নিন, আপনি সেজেগুজে বন্ধুদের আড্ডায় গেলেন। আপনার সাজপোশাক দেখে সকলেই মুগ্ধ। কিন্তু আপনি জুতোটা খুলে বসতেই সব ঘেঁটে ঘ! আপনার পায়ের দুর্গন্ধেই সবার প্রায় যাই-যাই অবস্থা। কখনও যাতে এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তার জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করুন। ঘরোয়া উপায়েই মিলবে এই সমস্যার থেকে রেহাই।
লিকার চা
লিকার চায়ে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড থাকে। পায়ের দুগর্ন্ধ দূর করতে সাহায্য করে এই উপাদান।
১৫ মিনিট ধরে দু’টি টি ব্যাগ ভিজিয়ে রেখে দিতে হবে। এর পর টি ব্যাগগুলি সরিয়ে সেই মিশ্রণে আরও জল মিশিয়ে তাতে ১৫-৩০ মিনিট পা ডুবিয়ে রাখতে হবে।
ল্যাভেন্ডার তেল
ল্যাভেন্ডারের গন্ধ ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু জানেন কি, এর থেকে তৈরি তেল আপনার সমস্যার সমাধান করতে পারে?
কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে পায়ে হালকা করে মালিশ করুন। তাতেই মিলল সুফল।
ভিনিগার
পায়ের দুর্গন্ধ দূর করতে এই উপাদানের জুরি মেলা ভার। ত্বকের ব্যাকটিরিয়া নাশ করে ভিনিগার।
এক বালতি গরম জলে মিশিয়ে নিন আধ কাপ আপেল সাইডার ভিনিগার। তার পর ১০-১৫ মিনিট সেই মিশ্রণে দু’টি পা ডুবিয়ে রাখুন।
কর্ন স্টার্চ
এই উপাদানটি পায়ের ঘাম শুষে নেয়। তাই ঘরে রেখে দিতেই পারেন কর্ন স্টার্চ।
মোজা পরার আগে পায়ের পাতায় কিছুটা কর্ন স্টার্চ ছিটিয়ে নিন। দুর্গন্ধ থেকে রেহাই মিলবে সহজেই।
চাল ভেজানো জল
প্রায় প্রত্যেকের রান্নাঘরেই এই একটি উপাদান থাকে। কিছুটা চাল আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তার পর চাল ছেঁকে ফেলার পর সেই জলে ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।