আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৯
ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে একটি বাড়ি ধসে দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির ন্যাপলেসের কাছে অবস্থিত সাভিওনো শহরের দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়।
ইতালির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভবনটি ধসের পর উদ্ধার কর্মীরা ওই দুই শিশু ও তাদের মায়ের মরদেহ শনাক্ত করে।
ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে বাবা ও সদ্য জন্ম নেওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সন্ধানে অভিযান চলছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার দিন ওই ভবনটির নিচতলায় সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে বাবা ছিলেন। আর দ্বিতীয় তলায় শিশুদের মা এবং নানী ছিলেন।
উদ্ধার অভিযানে ৬০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী অংশ নেন। দুই শিশু ও মায়ের মরদেহ খুঁজে পাওয়া গেলেও নানী এখনো নিখোঁজ।
সারাবাংলা/ইআ
ইতালি
ভবন ধস