আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ৬ দশমিক ১ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপের বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, বিশাল দ্বীপপুঞ্জের এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায় প্রায় সময়ই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।
২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১শ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। ২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২ হাজার ২শ জনেরও বেশি লোক নিহত হন।
২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, ফলে সুনামি হয় এবং ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যান।
সারাবাংলা/এসডব্লিউ
ইন্দোনেশিয়া
ভূমিকম্প